Wednesday, 7 November 2012

তোমার অপেক্ষায়

তোমার জন্য অপেক্ষার সময়টুকুতে
বসে বসে চিবুনোর জন্য
এক প্যাকেট বাদাম কিনে দিও-
জানি, কিছুক্ষন পরেই তুমি চলে আসবে।
যদি না আস তবে আরো এক প্যাকেট
ছাতিমের ছায়াতলে কিছুক্ষন জিরিয়ে নেব এই ফাঁকে।

তুমি যদি ঘন্টাদুয়েক পরে আস ত মোবাইলে
দরকারী কল গুলো সেরে নেব
তোমার সাথে কাটানোর জন্য
...
তুলে রাখা সময়টুকু অযথা নষ্ট হতে দেবনা।

যদি সন্ধ্যায় আস তো আগেই বলে যেও
ততক্ষনে আমার ল্যাপটপে দু একটা কবিতা হয়ে যাবে
তোমার সামনে দাড়িয়ে -
আমি দৃপ্ত স্বরের কবি হব।

যদি এক দিন পর আস, তো কি আর করা
আমি না হয় একটা দিন অপেক্ষাই করলাম, ক্ষতি কী?

যদি সপ্তাহ , মাস, বছর পরেও আস
তবে চিঠি দিও আকাশের ঠিকানায়
আমি চোখ বুজে পড়ে নেব সব কথা।

আর যদি একেবারে না আস
তবে বিষ দিয়ে যেও
তোমা ছাড়া জীবনের চেয়ে মৃতু্‌ই শ্রেয়।

জিয়া চৌধুরী---০৭-১১-১২, নাংগলমোড়া, হাটহাজারী, চট্টগ্রাম থেকে

Sunday, 4 November 2012

আমাদের ভালবাসা

১। অন্তরের শুদ্ধতম সময়ের কথাটুকি শুনি
যতটুকু ভালবাসার ঠিক ততটুকুই ভালবাসি
আর ঘৃণাটুকুও জমা থাক, তোমার আমার পূর্নমিলনী দিনে
আমাদেরই ফেলে আসা স্মৃতিটুকু নিয়েই খানিকটা সময় কাটাব।
আমাদের অনাদরে বেড়ে ওঠা প্রেমটুকু প্রশ্নবিদ্ধ নাই বা হল'
আমাদের ভালবাসাটুকু সুখে থাক।



২। তুমি ভালবাস বলেই আমি কবিতা লিখি
তুমি ভালবাস বলেই আমি স্বপ্ন দেখি বেঁচে থাকার
তুমি ভালবাস বলেই আমি বিপ্লবী হয়ে উঠি
তুমি ভালবাস বলেই পৃথিবী মনে হয় একান্ত আমার

Wednesday, 31 October 2012

আমি কবি হতে চাইনি

.......................... জিয়া চৌধুরী

আমি কখনোই একজন কবি হতে চাইনি
টুপটাপ করে কবিতা লিখতেই পারিনা
সকালে বিকালে অজস্র কবিতা লিখে ষ্ট্যাটাস দেওয়ার মত
দু:সাহস টুকু ছিলোনা কোনদিন।
মনের তাগিদে মাঝে মাঝে দু এক লাইন যা লিখি
...
তাকে কোনমতেই কবিতা বলা চলেনা
এর পরেও মাঝে মাঝে এমন কাউকে পাই
যিনি হয়তো আমার অগৌচরেই আমার কবিতার পাঠক হয়ে রয়েছেন
কোন একদিন ফেসবুকের ইনবক্সে মেসেজ আসে
আমি আপনার কবিতার ভক্ত
আপনি তো ভালই লিখেন।
ভাই, আমি লিখলাম কই?
 আমি যা লিখি ছাইপাশ তা দিয়ে কবিতা হয়?
 তবুও যারা পাশে পাশে চলেছেন
শুধু তাদের জন্যই আমি লিখে যাব
পথ চলতে চলতে যখনই সময় পাই।

Saturday, 28 April 2012

বাঙ্গালী রমনী


জিয়া চৌধুরী
মরুর জোছনা দেখার সময় পাইনা
সময় পাইনা আরবি বালিকার গান শোনার
সকাল থেকে সন্ধা হয়ে গভীর রাত পর্যন্ত
অবিরত  ছুটি টাকার পিছনে।
শুনেছি মরুর জোছনা নাকি খুব সুন্দর
এখনো দেখিনি জোছনা মরুর বুকে।
আমার হৃদয় আজ খা খা মরুর মত
কোন এক বাঙ্গালী রমনীর কারণে।
আমি মরুর জোছনা দেখতে চাইনা
আমি চাই প্রেয়সীর বুকে মাথা রেখে ঘুমাতে
বাঙ্গালী রমনীর কোমল চাহনি
মরুর জোছনার চেয়েও বেশি টানে।

দুটি অনু কবিতা

১.
এখন কবিতার খাতায় আগুন
কবির চুলায় নেই জ্বালানী কাঠ,
কবিতারা পুড়ে খাক হয়
জ্বলে চুলা আর সিদ্ধ হয় ভাত,
আর আমার হৃদয়ে দ্রোহের আগুন জ্বলে
সে আগুনে আমি একাই পুড়ে ছাই।
২.
মধ্যজীবিরা একটু ত্যাগ স্বীকার করলেই, দেশের উন্নতি
অথচ আর কত ত্যাগ করলে তাকে ত্যাগ স্বীকার বলা হবে
মধ্যজীবি কেরানীর টাক মাথা চুলকায়-
অফিসের হিসেব মিলে
জীবনের হিসেব মিলেনা.........
@জিয়া চৌধুরী