বন্য আদিমতা নিয়ে বসবাস
স্বপ্নের শুরু থেকে শেষ পর্যন্ত
দৌড়ে বেড়াই, স্বপ্ন দেখি ও স্বপ্ন দেখাই।
বন্য আমি, দুরন্ত স্বপ্নচারী।
মেঘমালা ঝড় হয়ে অঝোরে ঝড়ে
ঝর বরিষন, হিম হয় আবার রোদ্দুর
উকি দেয়, স্বপ্ন থেকে।
স্বপ্নের কোন আগা আর গোড়া নাই
ক্লাইমেক্স, এন্টিক্লাইমেক্স নেই
ক্ষনিকের দীর্ঘশ্বাসে ভোর হয়ে আসা
নিকষ রাতের শেষে স্বপ্নরা মারা যায়।
ফুটপাতে কান্না হাসিতে বেড়ে উঠা
শ্যামল শিশু - আর বহুতল ভবনে
ইশ্বর সন্তান, কে বেশি অবুঝ?
নাকি আমিই বুঝিনা কিছু।
স্বপ্ন পুরোটাই সাদাকালো টেলিকাষ্ট
রং নেই এতটুকুন, স্বাদ নেই- গন্ধ নেই
স্বপ্নে কোন আইন নেই শাসন নেই
শুধু আছে ভালভাবে বেচে থাকা
অজানা শিহরণ, ছলকে উঠা রক্ত
আর ভীতু হতে থাকা ভয়।
যদি সবকিছুই হতো স্বপ্নের মত
তাহলে বড় বাচা বেচে যেতাম
কারন স্বপ্নে এই রাত এই ভোর
এই হাসি এই কান্না। অনুভুতি হীন
অথচ স্বপ্ন ভেংগে গেলে অনুভুতিটুকু ফিরে আসে।
এভাবেই ভোর হয় কালপ্রকৃতি
আমি স্বপ্ন দেখিয়ে যাব, যাই।
অর্পণ: শ্রদ্ধাবরেষু রহমান হেনরী ভাইকে।
No comments:
Post a Comment