আমার কথা

পূর্বপুরুষ হতে উত্তরপূরুষে বিবর্তনের পথ ধরে এই আমি হেটে এসেছি অনেকদুর। পথের মাঝখানে দাড়িয়ে উপলদ্ধি যেটুকু সেটুকুই কম কি? নাগরিক সভ্যতার ক্রমবিকাশে গ্রাম্যবালক থেকে ধীরে ধীরে আধুনিক উত্তরপুরুষে পৌছার পরও আমি এখনও সেই গ্রাম্য নাগরিক। এখনও আমার ভেতর খেলে যায় দখিনা বাতাস, মেঠো পথ। দাড়িয়াবান্ধা আর গোল্লাছুটের হুল্লোড়। পিদিমের আলোয় পড়ালেখা আর উত্তাল নদীতে ঝাপিয়ে পড়া আমার হারিয়ে যাওয়া সোনালী অতীত।

নিতান্তই যাযাবর এর মত আমার বেড়ে উঠা। এখান সেখান থেকে ঘুরে ফিরে আজ ব্যস্ত কর্ম জীবন। জানিনা কখন আমি স্থির হবো। তবে যেখানেই থাকি আমার সব ঠিকানা এই ব্লগেই এক হবে। তাই যাযাবর ব্লগ। নির্দিষ্ট কোন বিষয় নিয়ে নয়। অনিদির্ষ্ট সব বিষয় এই ব্লগে সম্মিলিত হবে যখন যা মাথায় আসে।

ভাল থাকুন সবাই।
জিয়া চৌধুরী
সাংবাদিক ও কবি।
চট্টগ্রাম।