Showing posts with label নিবন্ধ/অনুবাদ. Show all posts
Showing posts with label নিবন্ধ/অনুবাদ. Show all posts

Saturday, 28 August 2021

"মাদাগাস্কার" জলবায়ু পরিবর্তনের কারণে দূর্ভিক্ষের শিকার!!

"মাদাগাস্কার" বিশ্বের প্রথম দেশ যেটি জলবায়ু পরিবর্তন জনিত কারণে দুর্ভিক্ষে পতিত হয়েছে। গত চার বছর ধরেই সেদেশে বৃষ্টিপাত হয়নি। সেখানকার হাজার হাজার মানুষ ইতিমধ্যে ক্ষুধা এবং খাদ্য নিরাপত্তাহীনতার কারণে ভয়াবহ খাদ্য বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। 


মাদাগাস্কার দেশটিতে নেমে এসেছে ভয়াবহ পরিবেশ বিপর্যয় 


আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত দ্বীপ দেশটিতে গত চার দশকের মধ্যে এমন খরা আর দেখা যায়নি। সেদেশের কৃষক সমাজ পুরোপুরি বিপর্যয়ে পতিত। 




বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সম্প্রতি সতর্ক করেছে যে, ১.১৪ মিলিয়ন মানুষ সেখানে খাদ্য-নিরাপত্তাহীন এবং ৪ লক্ষ মানুষ দুর্ভিক্ষে পতিত হয়েছে। বেঁচে থাকার জন্য তারা কাঁচা ক্যাকটাস, বুনো পাতা ও পোকামাকড় খাওয়া শুরু করেছে। 


পঙ্গপাল ধরে খাচ্ছে মাদাগাস্কারের লোকজন


মাদাগাস্কার বিশ্বের জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়। দায়ী উন্নত দেশগুলো যারা প্রান প্রকৃতি পরিবেশ ধ্বংস করে তথাকথিত উন্নয়ন ঘটাচ্ছে। তাদের এই পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডের প্রথম শিকার মাদাগাস্কার নামের দেশটি।




মাদাগাস্কারের এমন পরিণতি এটাই নির্দেশ করে, যে কোন মুহুর্তে যেকোন দেশ এমন বিপর্যয়ের শিকার হতে পারে। বাংলাদেশে এই বর্ষা মৌসুমের আগে আমরাও প্রায় ৬-৭ মাস বৃষ্টিপাত দেখিনি। মাদাগাস্কারের এই পরিনতি থেকে অন্য দেশগুলোকে শিক্ষা নিয়ে প্রাণ, প্রকৃতি, পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে।


জিয়া চৌধুরী 

ব্লগার ও অনলাইন একটিভিস্ট


Thursday, 9 April 2020

করোনাভাইরাস প্যানাডেমিক বিশ্ব ব্যবস্থাকে পুরোপুরি বদলে দেবে

করোনাভাইরাস প্যানাডেমিক বিশ্ব ব্যবস্থাকে পুরোপুরি বদলে দেবে   

মুল- হেনরি এ কিসিঞ্জার, অনুবাদ- জিয়া চৌধুরী।

নতুন যুগের প্রারম্ভে সবকিছু নতুনভাবে শুরু করার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে চাইলে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই তার নাগরিকদের এই রোগ থেকে রক্ষা করতে হবে।

 কোভিড -১৯ মহামারীর এই পরাবাস্তব পরিবেশ আমাকে বালজের যুদ্ধের সময় ৮৪ তম পদাতিক বিভাগের একজন তরুন সৈনিক হিসেবে আমার সেই অনুভুতিকে মনে করিয়ে দিচ্ছে।

তখন, ১৯৪৪ সালের শেষের দিকে, সম্ভাব্য বিপদের তোয়াক্কা ছাড়াই, কোন নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট না করে, এলোপাথাড়ি ভাবে ক্রমাগত ধ্বংসযজ্ঞ চালানো হত।

Thursday, 2 April 2020

যুক্তরাজ্যে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে গিয়ে সর্বপ্রথম চার মুসলিম চিকিৎসক মৃত্যুবরণ করেছেন

যুক্তরাজ্যে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে গিয়ে সর্বপ্রথম চার মুসলিম চিকিৎসক মৃত্যুবরণ করেছেন
মূলঃ আইনা খান, অনুবাদঃ জিয়া চৌধুরী

নিহত চিকিৎসকদের পরিবার এবং রোগীরা এই চার চিকিৎসকের কথা কখনোই ভুলতে পারবেন না, যারা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে মরণপন লড়াই করছিলেন এবং একসময় নিজেরাই আক্রান্ত হয়ে পড়েন।


 বাম দিক থেকে: আদিল আল তায়ার, আলফা সাআদু, হাবিব জায়েদী এবং আমজাদ আল-হাওরানী।

এই চারজন যুক্তরাজ্যের অত্যন্ত স্বনামধন্য চিকিৎসক ছিলেন যারা যুক্তরাজ্যে করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে সম্মুখসারীতে লড়াই করছিলেন এবং এই চারজন চিকিৎসকই করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে সর্বপ্রথম মৃত্যুবরণ করেন।