Saturday, 28 August 2021

"মাদাগাস্কার" জলবায়ু পরিবর্তনের কারণে দূর্ভিক্ষের শিকার!!

"মাদাগাস্কার" বিশ্বের প্রথম দেশ যেটি জলবায়ু পরিবর্তন জনিত কারণে দুর্ভিক্ষে পতিত হয়েছে। গত চার বছর ধরেই সেদেশে বৃষ্টিপাত হয়নি। সেখানকার হাজার হাজার মানুষ ইতিমধ্যে ক্ষুধা এবং খাদ্য নিরাপত্তাহীনতার কারণে ভয়াবহ খাদ্য বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। 


মাদাগাস্কার দেশটিতে নেমে এসেছে ভয়াবহ পরিবেশ বিপর্যয় 


আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত দ্বীপ দেশটিতে গত চার দশকের মধ্যে এমন খরা আর দেখা যায়নি। সেদেশের কৃষক সমাজ পুরোপুরি বিপর্যয়ে পতিত। 




বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সম্প্রতি সতর্ক করেছে যে, ১.১৪ মিলিয়ন মানুষ সেখানে খাদ্য-নিরাপত্তাহীন এবং ৪ লক্ষ মানুষ দুর্ভিক্ষে পতিত হয়েছে। বেঁচে থাকার জন্য তারা কাঁচা ক্যাকটাস, বুনো পাতা ও পোকামাকড় খাওয়া শুরু করেছে। 


পঙ্গপাল ধরে খাচ্ছে মাদাগাস্কারের লোকজন


মাদাগাস্কার বিশ্বের জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়। দায়ী উন্নত দেশগুলো যারা প্রান প্রকৃতি পরিবেশ ধ্বংস করে তথাকথিত উন্নয়ন ঘটাচ্ছে। তাদের এই পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডের প্রথম শিকার মাদাগাস্কার নামের দেশটি।




মাদাগাস্কারের এমন পরিণতি এটাই নির্দেশ করে, যে কোন মুহুর্তে যেকোন দেশ এমন বিপর্যয়ের শিকার হতে পারে। বাংলাদেশে এই বর্ষা মৌসুমের আগে আমরাও প্রায় ৬-৭ মাস বৃষ্টিপাত দেখিনি। মাদাগাস্কারের এই পরিনতি থেকে অন্য দেশগুলোকে শিক্ষা নিয়ে প্রাণ, প্রকৃতি, পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে।


জিয়া চৌধুরী 

ব্লগার ও অনলাইন একটিভিস্ট


No comments:

Post a Comment