দ্বিধান্বিত হয়োনা হে যুবক
বরং সুচিন্তাশীল পরিপক্ষ মানুষ হয়ে উঠো।
আজকাল তোমাদের সিদ্ধান্তরা দ্রুতই পাল্টায়,
যেভাবে ছোট্ট বাবুরা প্রতিদিন
নতুন নতুন খেলনার জন্য বায়না ধরে।
তোমরা কি ছোট্ট বাবু হয়ে গেছ?
মেঘে মেঘে বেলা তো অনেক হল?
বয়সের বাতাসে চুলেও ধরেছে পাক।
তবুও তোমাদের গন্তব্য হয়নি স্থির
তবুও তোমরা দ্বিধাগ্রস্ত হচ্ছ বারবার।
তোমাদের দ্বিধা দেখে হাসি পায় আমার
তোমরা কী করে সবার কথা ভাব?
নিজেদের নিয়ে দ্বিধায় থাক সারাদিন
পরের ভাবনা ভাবার সময় কি আছে মোটেও।
হে যুবক, ঝেড়ে ফেল সকল দ্বিধা ভয়,
ঝেড়ে ফেল মাথার ভিতরের বিভ্রান্তির পোকাগুলো
লক্ষ্যে থাক অবিচল, শিনা টানটান
মায়াজাল পেরিয়ে সম্মুখপানে এগিয়ে চল।
===============
দ্বিধা
জিয়া চৌধুরী
চট্টগ্রাম
No comments:
Post a Comment