নারী ও পুরুষ
জিয়া চৌধুরী
এবার তবে শোনো----------
অতিরিক্ত কোন কিছুই ভাল নয় জেনো।
নারী অধিকারের নামে যদি যা খুশি তাই করে
অশান্তির আগুন তবে জ্বলবে ঘরে ঘরে।
নারী হল ঘরের লক্ষী মনের অলংকার
পুরুষ হল সতী নারীর দারুন গলার হার।
নারী পুরুষ যদি চায় সমান পাল্লা দিতে
শান্তি কভু মিলবে না ভাই আগুন পড়বে ঘি'তে।
বলি সবাই শোনো
যার কাজ তাকেই মানায় এ সত্যিটা জেনো।
ঘরের যত কাজ-কর্ম গুছিয়ে করবে নারী
পুরুষের কাজ করতে গেলে হবে বাড়াবাড়ি।
বাইরের যত হাঙ্গামা আর কঠিন কর্মকাজ
পুরুষ মিলে করবে তার সঠিক সজ্জা সাজ।
পুরুষের কাজ কভু জেনো নারীর সাজেনা
নারীর কাজে তাই কখনো পুরুষ এগোয়না।
তবে--------
কঠিন এই ভবে
পুরুষশূন্য সংসারের হাল
নারীকেই ধরতে হবে।
No comments:
Post a Comment