Wednesday, 17 March 2010

যে কথা হয়নি বলা (জিয়া চৌধুরী)



কতবার তোমাকে বলতে চেয়েছি,
বলবো বলবো করে যেকথা
কখনো তোমাকে বলা হয়নি।

পার্কের বেঞ্চিতে অলস দুপুরে বাদাম খাওয়ার সময়
অন্যদিকে তাকিয়ে এক নি:শ্বাসে
বলতে চেয়েও পারিনি।

ক্লাসের ফাকেঁ সময়ের ব্যবচ্ছেদে
বলতে চেয়েছিলাম, সে-
না বলা কথাটুকু, পারিনি।

অলস সন্ধ্যায় ক্লান্ত চরণে দুজনে
একসাথে বাড়ি ফিরে আসার সময়েও
চোখ বুজে বলেছিলাম, একটা কথা শুনবে, তাও পারিনি।

আজ আমি তা বলবো
বলবো বলবো করে যে কথাটা
কখনো তোমাকে বলা হয়নি।

আমি তোমাকে ভালবাসি
শুধু তোমাকেই ভালবাসি।
আমার প্রাণের চাইতেও বেশি, অনেকখানি।

3 comments: