Tuesday, 20 April 2010

যাপিত জীবনের রক্তাক্ত শিরোনাম

এখানে যাপিত জীবনেরা মার খাচ্ছে
প্রতিনিয়ত রক্তাক্ত শিরোনাম,
স্ব-ভুমির প্রিয়তা ছেড়ে লোলুপ বাসনায়
ইট কাটের খাচায় বন্দী জীবন।

এখন তাদের ঘর্মে সিক্ত হয় তপ্ত বালুকা
সারা দিন কাজ করে অবিরাম;
জীবন এখানে বড়ই কঠিন
সময় এখানে খূব মূল্যবান।

এসব যাপিত জীবনের কথা শোনবার মত
কেউই নেই, কারন প্রত্যেকে নিজ চিন্তায় মগ্ন;
বড়িতে বধুর করুন আকুতি
আর কিছু টাকা পাঠালে বাচ্চার চিকিৎসা হত।

অথচ খাওয়ার পয়সা যোগাতে
এদের ভিখ মাগতে হয়।
মাসের পর মাস বেতন না পেলে
আর তো কিছুই করার নেই।

এরকম উদাহরন হাজারে হাজারে
আমি একা আর কয়জনের কথা বলব।
শকুনির দল এদের ঘাম চুষে খায়
আর এরা চেয়ে চেয়ে তা দেখে।

হায়রে বিদেশ, কে তোকে বলেছিল সোনার হরিন,
যদি সহজেই মিলত তাহলে
আর এত কষ্ট করতে হতনা কারও
গরিব সহজেই বড়লোক হয়ে যেত।

No comments:

Post a Comment