অপেক্ষায় আছি এক নতুন সূর্যোদয়ের
জীবনের পূর্বাকাশে কবে উকি দেবে
সমৃ্দ্ধি ও শান্তির লাল আবির ছড়িয়ে
কবে হবে এক নতুন সূর্যোদয়।
অন্ধকারে ছেয়ে গেছে
বাংলার সোনালী জমিন।
রক্তের স্রোত বয়ে যাচ্ছে অবিরাম
বাংলার আনাচে কানাচে।
অথচ স্বপ্ন দেখেছিলাম এক সোনার বাংলার
গোয়াল ভরা গরু
পুকুর ভরা মাছ
আর গোলা ভরা ধানের স্বপ্ন।ৎ
আজ স্বপ্নেরা হোঁচট খায় পদে পদে
শিক্ষাঙ্গনে সন্ত্রাস, টেন্ডারবাজি আর খুন
নারীর সম্ভ্রমহানি যেন কিছুই নয়
দুনীর্তির করাল গ্রাসে বন্দী নাগরিক নিরাপত্তা।
দেশময় অস্থিরতা ছড়িয়ে পড়ছে অবিরত
গ্যাস, বিদ্যুত, পানি সংকটে অতিষ্ঠ ম্যাংগো পিপল
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সরকার খানিকটা অসহায় (সচেষ্ঠ যদিও)
কিন্তু সাফল্যে ধরা দেয়না কিছুতেই।
তাই জনতা চেয়ে আছে আজ পূর্বাকাশে
দ্রোহে জাগতে চাইছে আজ বুকের লাল রক্ত
অপেক্ষায় আছে তারা কবে হবে
এক নতুন সূর্যোদয়।
ভালো লাগলো
ReplyDeleteমাশাআল্লাহ
ধন্যবাদ।
ReplyDelete