আমি চাই পৃথিবীকে জানিয়ে দিতে আমি মানুষ
ওরা বলে তুমি মানুষ নও, জানোয়ার।
আমি চাই পৃথিবীকে জানিয়ে দিতে আমার আছে
বেচেঁ থাকার অধিকার।
ওরা বলে তুমি বেচে থাকবে অনাহারে ছেড়া কাথায়।
আমি বলি আমি শিখতে চাই জানতে চাই,
ওরা বলে শিখবে ভাল কথা, তবে আমি যা বলি তাই শিখ।
আমি বলি আমি কথা বলব স্বধীনভাবে, আমি স্বাধীন
ওরে বলে চুপ থাক, তুই পরাধীন।
আমি নাকি বেশি কথা বলি
তাই ওরা কেড়ে নিল আমার কথা বলার অধিকার
আর কেড়ে নিল মুক্ত পৃথিবীতে ঘুরে বেড়ানোর স্বাধীনতাটুকু
এখন আমি স্বাধীন দেশের এক পরাধীন।
No comments:
Post a Comment