Thursday, 3 June 2010

বিপ্লব উপাখ্যান-১

সত্যিকারের বিপ্লবীরা জানেনা ভয় কাকে বলে
জানেনা কিভাবে ভয় পেতে হয়।
সত্যিকারের বিপ্লবীরা পিছু হঠতে জানেনা
জানেনা পিছু হঠা কাকে বলে।
সত্যিকারের বিপ্লবীরা মাড়াতে জানে,
তারা ভাঙ্গতে জানে, গড়তে জানে।
আরে মুখোশপরার দল শুধুই ভান করে
যেন তারা কত বড় বিপ্লবী।

No comments:

Post a Comment