Thursday, 29 July 2010

আমি কি নিয়ে লিখব কবিতা

এখানে নেই কবিতার মশলা
ধু ধু বালিচর, সাগরের জল
একটু নোনতা লাগে, কিন্তু তা দিয়ে তো কবিতা হয়না।
কে যেন বলেছিল মরুর জোছনা বড়ই সুন্দর
অথচ এখনও দেখিনি তা।

কবিতা লিখতে তো মাল মশলা প্রয়োজন।
কি নিয়ে লিখবো কবিতা?
ফিলিপাইনি রমনী নিয়ে কি বাংলাদেশী তরুন কবিতা লিখে?
হয়তো লিখে, কিন্তু আমি পারিনা।

সার সার ছুটে চলা দামী দামী গাড়ি
আর উচু উচু সব দালান কোটা।
আর কাজ করেও বেতন না পাওয়া শত শত
মুটে মজুর এর দল-
এদের নিয়ে তো আর কবিতা হয়না।

এখানে তো মিছিল নেই স্লোগান নেই
আমি কি নিয়ে লিখব কবিতা?

No comments:

Post a Comment