এখানে মানবতা নামে কোন কিছুর অস্থিত্ব আছে কিনা
আমার ঘোর সন্দেহ জাগে,
এখানে আইনের কোন শাসন আছে কিনা
তা আমার অন্ধ চোখ দেখতে পায়না।
এখানে মানুষ অসহায় হযে ঘোরে পথে পথে
এখানে মানুষের জন্য কোন মানুষ নেই,
এখানে শাসকের নেই শ্রমিকের জন্য মায়া
এখানে মানুষ যেন মানুষ নয়, পশুর অধম।
অথচ বাড়ি ভিটা বিক্রি করে স্বপ্নের সোনার হরিণের
পিছু পিছু চলে আসা তপ্ত মরুর বুকে
তন্দুরের মত গরমে শ্রম বিনিময় করা সোনার শ্রমিক
অথচ মাসের পর মাস শেষে এরা পায়না শ্রমের মূল্য।
এখানে ক্ষুধিতের দু:খ বোঝার কেউ নেই
স্বদেশে অল্পতেই আমরা গাড়ি ভাংচুর, শ্রমিক ধর্মঘট ডাকি,
এখানে শত নির্যাতন নিষ্পেশনেও আমরা মুখ খুলি না।
যেন ফিরে গেছি সেই কাল দাস প্রথায়।
হাজারে হাজারে শ্রমিক বেকার, নেই কাজ
নেই পকেটে চালের টাকা, বাড়িতে অসুস্থ মা
আর প্রেয়সীর বারবার মুঠোফোনে তাগাদা
কতদিন হয়ে গেল, এভাবে আর তো চলেনা ।
অথচ সামান্য স্বচ্ছলতার আশায় প্রবাসী হয় স্বদেশী মানুষ
বছরের পর বছর কেটে গেলেও অভাব কাটেনা তাদের
অভাব তাদের নিত্য সঙ্গী, স্বদেশে ও বিদেশে
শত শত শ্রমিকের অসহায় কান্না এখানে নিরবে গুমরে মরে।
আমার ঘোর সন্দেহ জাগে,
এখানে আইনের কোন শাসন আছে কিনা
তা আমার অন্ধ চোখ দেখতে পায়না।
এখানে মানুষ অসহায় হযে ঘোরে পথে পথে
এখানে মানুষের জন্য কোন মানুষ নেই,
এখানে শাসকের নেই শ্রমিকের জন্য মায়া
এখানে মানুষ যেন মানুষ নয়, পশুর অধম।
অথচ বাড়ি ভিটা বিক্রি করে স্বপ্নের সোনার হরিণের
পিছু পিছু চলে আসা তপ্ত মরুর বুকে
তন্দুরের মত গরমে শ্রম বিনিময় করা সোনার শ্রমিক
অথচ মাসের পর মাস শেষে এরা পায়না শ্রমের মূল্য।
এখানে ক্ষুধিতের দু:খ বোঝার কেউ নেই
স্বদেশে অল্পতেই আমরা গাড়ি ভাংচুর, শ্রমিক ধর্মঘট ডাকি,
এখানে শত নির্যাতন নিষ্পেশনেও আমরা মুখ খুলি না।
যেন ফিরে গেছি সেই কাল দাস প্রথায়।
হাজারে হাজারে শ্রমিক বেকার, নেই কাজ
নেই পকেটে চালের টাকা, বাড়িতে অসুস্থ মা
আর প্রেয়সীর বারবার মুঠোফোনে তাগাদা
কতদিন হয়ে গেল, এভাবে আর তো চলেনা ।
অথচ সামান্য স্বচ্ছলতার আশায় প্রবাসী হয় স্বদেশী মানুষ
বছরের পর বছর কেটে গেলেও অভাব কাটেনা তাদের
অভাব তাদের নিত্য সঙ্গী, স্বদেশে ও বিদেশে
শত শত শ্রমিকের অসহায় কান্না এখানে নিরবে গুমরে মরে।
No comments:
Post a Comment