Thursday, 2 September 2010

আকুলতা

প্রিয় রাহিন, কিসের মোহে পড়ে প্রবাসী হয়েছি জানিনা। তবে এইটুকু জানি প্রতি মুহূর্তে আমি তোমাকে মিস করছি। জানি তুমিও ঠিক একই ভাবে আমার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড় এবং সকালে ঘুম থেকে উঠে আবার আমাকেই ভাব। এভাবেই কেটে যাচ্ছে তোমার সময়গুলো। আমরা দুজনের দুজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যে খুব সুখে নেই তা আমাদের মত করে আর কেউ ভেবে দেখবেনা।

আমরা দুজন দুজনকে ঠিক যেভাবে আগের মতই প্রাণপণে কাছে পেতে চাইব, সেই চাওয়ার কাছে জগতের আর সবকিছুই তুচ্ছ। আমরা দুজন বিগত সময়গুলোতে যে সুখস্মৃতি জমিয়েছি সেটা ছাড়া আমার এ মুর্হূতে অন্য কোন সম্বল নেই। তোমাকে খুব করে কাছে পেতে চাই বলে তোমার মায়াবী কণ্ঠ শুনতে চাই বলে প্রতি ঘন্টায় একবার তোমাকে ফোন করতে চেষ্টা করি।

ভাল থেকো, সুখে থেকো। একান্তই আমার হয়ে থেকো। আমাদের দুজনের জন্য যেটা মঙ্গল ইশ্বর অবশ্যই সেটা আমাদের জন্য পাঠাবেন। তার আগ পর্যন্ত শুধু অপেক্ষা কর আমি ফিরে আসার। যেদিন সব কাজ শেষ হবে সেদিন প্রথমেই শুধু তোমার জন্যই ফিরে আসব। তার আগ পর্যন্ত একটু ধৈর্য্য ধর। পৃথিবী ধ্বংসের আগেও স্বয়ং ইশ্বর ও আমা হতে তোমাকে বিচিছন্ন করতে পারবেনা এই বিশ্বাস টুকু বুকে ধারন করে রেখো।

No comments:

Post a Comment