Wednesday, 8 December 2010

গর্জে উঠি আরেকবার

আমি বিজয় দেখতে চাই......
রক্তে রঞ্জিত হওয়া
আমার সবুজ সোনার দেশে
আমি বিজয় দেখতে চাই।

আমি সেই বিজয় চাই
যেখানে আমার সোনার শিশুরা
হেসে খেলে কাটাবে তাদের শৈশব।

আমি সেই বিজয় চাই
যেখানে আমার চপল বালক বালিকারা
দলবেধে স্কুলে যাবে।

আমি সেই বিজয় চাই
যেখানে কিশোরী তরুনীদের মনে
থাকবেনা বখাটের ভয়।

যেখানে বেকার থাকবেনা
যেখানে চিকিৎসার অভাবে
মারা যাবেনা অসহায় বৃদ্ধা
যেখানে সন্ত্রাস, ঘুষ, সুদ ইত্যাদি থাকবেনা।
যেখানে নারী নির্যাতন হবেনা।

আমি এমন এক বিজয় চাই
আসুন সবাই মিলে
গর্জে উঠি আরেকবার।

No comments:

Post a Comment