Sunday 26 December 2010

প্রিয় শিল্পীর জন্মদিন আজ

আজ ২৫ ডিসেম্বর আমার প্রিয় শিল্পী সন্জীব চৌধুরীর জন্মদিন। যিনি আমাদের ছেড়ে চলে গেছেন আজ থেকে তিন বছর আগে ২০০৭ সালের ১৯ নভেম্বরে।

সন্জীবদার অসাধারণ গায়কী আর অসাধারণ সব গান যা ভোলার মত নয়। ভোরের কাগজের বিনোদন পাতার সম্পাদক ছিলেন তিনি। আর অই সময় তিনি আর বাপ্পা ছিল বিনোদন পাতাটির প্রাণ। আজ অনেক দুর থেকে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি দাদা। আমি তোমাকে মিস করছি ।



আমি তোমাকেই বলে দেব
কি যে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরান পথে

আমি তোমাকেই বলে দেব
সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়

ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছাঁয়া ।।
আমি কাউকে বলিনি সে নাম
কেউ জানেনা, না জানে আড়াল
জানে কান্নার রং, জানে জোছনার ছাঁয়া ।।

তবে এই হোক তীরে জাগুক প্লাবন
দিন হোক লাবন্য হৃদয়ে শ্রাবণ
তুমি কান্নার রং, তুমি জোছনার ছাঁয়া ।।

আমি তোমাকেই বলে দেব
কি যে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরান পথে

আমি তোমাকেই বলে দেব
সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়

ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছাঁয়া ।।

No comments:

Post a Comment