আমাকে বাচতেঁ দাও
জিয়া চৌধুরী
১১-০১-১১
আমাকে বাচঁতে দাও
আমি বাঁচতে চাই
তৃষ্ণায় যে বুকের ছাতি ফেটে যায়।
আমার সারা শরীরে ব্যাথা
আমার শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছে কেন?
আমাকে বাচাঁও, বাঁচতে দাও।
আমাকে এবারের মত ছেড়ে দাও।
আমি আর কখনো সীমান্ত পার হবোনা
আমি আর কখনো প্রিয় দেশ ছেড়ে তোমাদের দেশে যাবনা।
আমাকে আর একবার বাচতেঁ দাও
আজ সন্ধ্যায় আমি বধু সাজে সাজব
আমার জন্য অপেক্ষা করবো আমার হবু বর
আমাকে তার কাছে ফিরতে দাও।
তোমরা কি মানুষ? নাকি পিশাচ
আমি আধঘন্টা যাবত ঝুলে আছি রক্তাক্ত যন্ত্রনায়
তোমরা পাকি হায়েনার চেয়েও নির্মম, বর্বর
নিরীহ নারীর উপর গুলি চালিয়ে তোমারা বাহাদুর সাজ।
তোমাদের ক্ষমা নেই
আমার স্বদেশবাসী তোমাদের ক্ষমা করবেনা
আমার প্রতিটি রক্তফোটার বদলা তারা নেবেই নেবে।
No comments:
Post a Comment