Wednesday, 9 February 2011

আমার পাপ

আমার পাপ
জিয়া চৌধুরী


আজকাল নিজেকে বড় বেশি অসহায় বলে মনে হয় কেন?
ঝরে পড়া পাতার মত, শুকিয়ে যাওয়া বৃক্ষ কান্ডের মত।
এই আমি- কখনো কি কারও জন্য এতটুকু করিনি?
নাকি, যা কিছু করেছিলাম তা বিলীন হয়ে গেছে স্বার্থপরতার চোরাবালিতে।

আমার দীর্ঘশ্বাসেরা আমার সংগী হয়
আজীবন যে আমি নিজেকে অনেক বেশি সাহসী মনে করতাম
আজ আমার চেয়ে ভীতু এই পৃথিবীতে আরেকটিও নেই।
আমার ব্যর্থতা কি আমার পাপের স্বাক্ষী বহন করছে।

আসলেই কি আমি ব্যর্থ
পুত্র হিসেবে, ভাই হিসেবে, স্বামী হিসেবে, বন্ধু হিসেবে।
আমার পাশে সব থেকেও আজ আমি এত নি:স্ব কেন?
কেন আমি সব হারিয়ে হতাশার বেড়াজালে বন্দী?

নষ্ট আমি, এক বুক কষ্ট নিয়ে প্রতিটি দিন রাত পার করি।
আমার কষ্টটুকু বোঝার, আমার বুকের ভিতর জালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়া
আগুনটুকু নেভানোর জন্য আমার পাশে কেউ নেই কেন?
কেন আমি আজ এত বেশি অসহায়?

No comments:

Post a Comment