বর্তমান সময়ে মোবাইল ব্যবহারকারী প্রায় সবাই পরিচিত-অপরিচিত নাম্বার থেকে বিভিন্ন সময়ে কল/মিসকল এর যন্ত্রনায় অতিষ্ট-বিরক্ত। কিন্তু আপনি চান না এমন বিরক্তকর বা বিশেষ বিশেষ নম্বর থেকে আপনার মোবাইলে কল / মিসকল করুক। এর জন্য আমাদের মোবাইল কোম্পানীগুলো Value Added Service চালু করেছে। মানে টাকার বিনিময়ে সীমিত সংখ্যক অনাকাঙ্খিত মোবাইল নম্বরকে ব্লক করা।
আপনি ইচ্ছে করলে বিনা পয়সায় যত খুশী যে কোন নম্বর ব্লক কে ব্লক করতে পারেন সফটওয়্যারের মাধ্যমে। এমন একটি কার্যকর সুন্দর সফটওয়ার হলো হলো Best Blacklist. এর জন্য আপনার থাকতে হবে নকিয়া সিরিজের 3rd Edition (যেমন Nokia N73) হ্যান্ডসেট। এটা ব্যবহারে ব্লাক-লিস্টেট ব্যক্তি যতবার কল করবে ততবার সে Busy Number ম্যাসেজ পাবে। মজার ব্যপার হলো-ব্লাক-লিস্টেট ব্যক্তির নম্বর হতে হতে কত বার কয়টি কল, কোন তারিখ ও সময়ে করা হয়েছে রিসিপ্ট কললিস্ট এবং এর লগ ফাইলে আপনি দেখতে পাবেন।
সফটওয়্যারটি ডাউন করে আনজিপ করুন, কি-জেনাটরটসহ ইনস্টল করার সিস্টেম ..
Best Blacklist Install and Get Code:
1st Install "Best RejectCall.sisx" in your Mobile Memory.
GET Code: ... STEP BY STEP
**YOU CAN FIND FILE KEYGEN.EXE RUN THIS FILE, THE ICON IS HSPDA KEYGEN
** CLICK LINE "PLEASE SELECT AN APPLICATION" THEN CHOOSE YOUR APPLICATION WHO NEED
THE KEYGEN EXAMPLE BEST MESSAGE STORER CLICK IT
** INPUT YOUR IMEI IN LINE IMEI TO GET IMEI IN YOUR MOBILE PHONE TYPE *#06#
** INPUT YOUR EMAIL IN LINE EMAIL
**CLICK GENERATE
THEN YOU WILL SEE THE CODE INPUT THIS CODE IN YOUR MOBILE PHONE OKE GUYS ITS EASY AND FREE
No comments:
Post a Comment