Sunday, 3 April 2011

<সমুদ্র দেখবো বলে ঘরে ফেরা>

প্রহরে প্রহর কেটে যায়-
যাক, তবে আমার প্রহর কাটেনা
সমুদ্র দেখার প্রচন্ড সাধ-
মেটেনা, কিছুতেই না।

তাই নীড়ে ফেরা-
তবে একেবারে নয়,
সমুদ্র দেখবো বলে আমার আজন্ম সাধ
এবার মেটাবোই।

বাসন্তী সন্ধ্যায় সন্ধ্যাপ্রদীপ জ্বালিয়ে
কে তুমি আছো বসে?
ভালবাসার সোনাবীজ ছড়িয়ে
আমার অপেক্ষাতে।

কেটে যাক অপেক্ষার প্রহর-
কেটে যাক দিন
ভাল থেকো সজনী বন্ধু আমার
ভাল থেকো চিরদিন।

No comments:

Post a Comment