Sunday, 3 April 2011

স্বাধীনতার হিসাব


চল্লিশ বছর পেরিয়ে আজ হিসেবের খাতা খুলি
কি পেলাম দেশ হতে, আর কি দিলাম এই দেশকে
তা আপন মনেই বলি

বারে বারে স্বাধীন আর পরাধীন হওয়া এই দেশ
বখতিয়ার থেকে শেখ মুজিব
লক্ষ প্রাণের বিনিময়,
তবুও কি মিলেছে কাংখিত স্বাধীনতা?

স্বার্থ ও সংঘাত পদে পদে পরাধীন করে রেখেছে আমাদের
দুবেলা দুমুঠো আহার জোটেনা, জোটে নোবেল
জোটে সুপার পাওয়ারের সুপার থ্রেট
চেয়ার দাও নয়তো বানিজ্য বন্ধ।

আমরা স্বাধীন, আমরা গর্ব করেই বলি
ক্রিকেটে পাকিস্থানের বিজয়ে তাই পাড়ায় মিছিল করি।
আমরা নজরুলের মত উন্নত মম শির হতে পারিনা - তাই
রবী ঠাকুরের মত মাথা নত করি চরণ ধুলার তলে।

আমরা স্বাধীন, কথাটা শুনলেই রুপকথা বলে মনে হয়
দুনেত্রীর চেয়ার টানাটানি আর সংসদে অশ্রাব্য গালিগালাজ
জনগণের মেহনতের পয়সা হয়ে যায় মন্ত্রীদের দামি শাড়ি - স্যুট
আমরা স্বাধীন আজ। এই কথাটা যতবার শুনি ততবার মাথা হেট হয়।

No comments:

Post a Comment