Sunday, 3 April 2011

আমারে যে ভালবেসে কাছে পেতে চায়

এ আমার বৃথা আকুতি
আমি জানি
যে আমার নয়,
তাকে পাবার কেন মিছে অভিনয়।

যে চায় উড়তে বন্ধনহীন, তাকে
খাচায় পুরতে চাওয়াটাই আমার বড় ভুল
সোনার খাচায় মজেনি আমার পাখি
রুপালী শিকল ছিড়ে পালিয়েছে দুর দিগন্তে

তাই আজ আমি আমার মত করেই বেচে থাকি
আমার প্রাণের বৃথা আকুতি
যে শুনতে চায়না, বুঝতে চায়না
কেন শুধু তারে পিছু ডাকাডাকি?

যে যেতে চায় - যাকনা
আমারে যে ভালবেসে কাছে পেতে চায়
তার জন্য আমার সবকিছু
উজাড় করে আমি নি:স্ব হবো।

আমার সোনার খাচাঁ আজ খালি পড়ে রয়
আমার পুরোন সংস্কার আর বংশগত গর্বের বলি হয়ে
যে ছিল আমার পুরোন সাথী
আমা হতে অনেক অনেক দুরে সরে যায়।

No comments:

Post a Comment