Friday, 6 January 2012

যদি সুখ পেতে চাও

যদি সুখ পেতে চাও
জিয়া চৌধুরী

সুখ যদি পেতেই চাও, তো আমার কাছেই এসো
তবে তোমায় নিয়ে ঘর কখনো বাঁধব না।
সুখের পরশ বুলিয়ে তোমায় মিষ্টি প্রেমের গান শোনাব
তবে ভালবাসার দরকষাকষি আর কখনো করব না।
সুখের স্বপ্ন ফেরি করে বেড়াই আমি
সুখপাখিটা আমার কাছে অনেক দামী,
তোমায় আমি সুখ ছিটাবো সারা দেহে
অংগ তোমার ভরিয়ে দেবো সুখের মোহে।
তবে আমায় নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন কভু দেখোনা
আমি হঠাৎ করেই আসি, আবার হঠাৎ করেই যাবো
তবু তোমায় আমি এ জীবনে কভু ভুলে যাবোনা।

No comments:

Post a Comment

Pages (17)1234 Next