Tuesday, 10 January 2012

তোমাকে বলছি....

তোমাকে বলছি
জিয়া চৌধুরী

তোমাকে পেলে খানিকটা সময় কাটিয়ে দেয়া যেত
দু:স্বপ্ন ভুলে, ফেলে আসা অতীতের যত দু:খ।
তোমার সাথে কাটিয়ে দিতে পারতাম চ্যাটরুমে কিছুক্ষন
সারাদিনের ক্লান্তি ভুলে নির্লজ্জ কথা চালাচালি।
তোমার অপেক্ষায় থাকতে থাকতে সময়ের খুন হওয়া
তবু তুমি আসনা- মায়াবী দুচোখে ভেসে যাওয়া সমুদ্র পার হয়ে
তোমার সাথে কাটিয়ে দিতে ইচ্ছে করে সারা দিন
ভুলে যেতে কিংবা ভুলিয়ে দিতে যত দু:খ ভরা রাত।
প্রহরে প্রহর কেটে যায়- তোমার জন্য অপেক্ষার প্রহর কাটেনা।
তোমাকে আপন করে পাবার স্বাধ মেটেনা- কিছুতেই না।
কবিরা নিজের জীবন থেকে লিখে, বলেছেন - আউট‌‌'ল
এটা সংবিধানের কততম সংশোধনীর কথা বল্লেন আপনি।
কবি বলে কি আমি ব্যক্তিকেন্দ্রিক সুখটুকু পাব না?
তাই ফয়সল বলে- কবির কোন চরিত্র নেই।

No comments:

Post a Comment