Friday, 6 January 2012

আমার মা

আমার মা
জিয়া চৌধুরী

আমার মায়ের মমতায় আমার শৈশব , কৈশোর,
মায়ের আঁচলে আমার বেড়ে উঠা, সাদা কাশফুল জমিন
পরম স্নেহ আর আদরে ঘেরা আমার ছোট উঠান আমার মা
আমি মাকেই ভালবাসি, মায়ের জন্য আমার সবটুকু ভালবাসা।

আমার ছোট পৃথিবী, আমার একলা আকাশ
আমার ক্ষণে ক্ষনে কেদেঁ কেদেঁ ডেকে যাওয়া
আমার কান্না ভোলানো মায়াময় স্বর
আমার খুজে ফেরা, দুরে থাকা- আমার প্রিয় মা।

No comments:

Post a Comment

Pages (17)1234 Next