Friday, 6 January 2012

প্রতিশোধের আগুন

প্রতিশোধের আগুন
---------------------

এবার রক্তে জেগে উঠে প্রতিশোধের আগুন
ক্রোধে ক্রোধান্বিত হয় দয়িতা আপন।
মানবী নয় দয়িতা আপন দেবী
রক্ত মাংসের ভক্ত চুম্বনে পদসেবী।
দুহাজার বছরের অপেক্ষায় দিন গুনে বালক
সাথে আছে তার পিতা প্রতিপালক।
দেবীর খোজে পাড়ি দিয়ে পাহাড় নদী সমভূমি
পেরিয়ে অবশেষে মেলে দেবীর আপন ভূমি।
দেবীর দয়িতকে আপন করে চায় কালুন খানিয়া
দেবীকে ফিরিয়ে দেয় তার দয়িতকে রাখিয়া।
শত বছরের অপেক্ষার যে শেষ হয়না আর
দেবীর ক্রোধে বুঝিবা কালুন হবে ছারখার।
মিলিয়াও মিলিল না দু প্রেমিক প্রেমিকা
বাধা দুজনার দুজনে মাটি-অগ্নিশিখা।
ছলনার মায়াজালে আবদ্ধ দেবীর দয়িত
জ্বলে উঠল দেবী নিবে দয়িতের প্রতিশোধ।
দেবীর ক্রোধে পড়িল ভক্ত তপ্ত আগুনে
এভাবেই ক্রোধ প্রশমিত হল নগর কালুনে।

হেনরী রাইডার হ্যার্গাডস এর রির্টান অব শী অবলম্বনে।......... জিয়া চৌধুরী।

No comments:

Post a Comment

Pages (17)1234 Next