এক ঘুম জাগানিয়া পাখির আজ বড্ড প্রয়োজন
জিয়া চৌধুরী
১৯/৪/২০১১ইংরেজী
******************
শুধুই বাকচাতুরিই চলছে রাজদরবারে কিংবা রাজপথে
কাগজে কলমেই আমাদের উন্নতি, প্রকাশ্য শুধুই অভাব
রাজন্যবর্গের ভুড়ি বাড়ছে যতই, ততই কমছে রাজদ্রোহীদের
কুকুরের দল কামড়া কামড়ি করছে ডাস্টবিনে
আর রাজন্যবর্গের পা চাটছে অবিরত- আধহাত লম্বা জিহ্বায়
রাজদ্রোহীরা ভাবছে তারা রাজত্ব পেলে রাজ্য মুড়িয়ে দেবে সোনায়
অথচ আগেরবারের সোনার হদিস এখনি মেলেনি।
প্রজারা সব অচেতন ঘুমঘোরে- কেউ কেউ আবার ভাবছে এ বুঝি স্বপ্ন।
নিরাপত্তার অভাব বোধকরি সবারই- তাই মুখে কুলুপ
এ বুঝিবা শাখের করাত।
এক ঘুম জাগানিয়া পাখির আজ বড্ড প্রয়োজন।
No comments:
Post a Comment