Friday 6 January 2012

আমি হাটছি অনন্ত বিপ্লবের পথে

আমি হাটছি অনন্ত বিপ্লবের পথে।
জিয়া চৌধুরী


প্রিয়তমা আমার
তোমার মেহেদী রাঙ্গানো পেলব হাত
তোমার কাজল কালো মায়াবী দুচোখ,
স্বপ্ন ভরা মন -আর
খোলাচুল বাতাসে উড়িয়ে দেয়ার স্বপ্ন ভুলে গিয়ে
আমি হাটছি অনন্ত বিপ্লবের পথে।
আমি চলছি সংগ্রামে -দিন বদলের স্বপ্নে-
আমি ডাকছি সবাইকে দ্রোহের পথে,
যে পথে আসবে বিজয়
আসবে মুক্তি, আসবে স্বাধীনতা।

No comments:

Post a Comment