Saturday, 28 April 2012

দুটি অনু কবিতা

১.
এখন কবিতার খাতায় আগুন
কবির চুলায় নেই জ্বালানী কাঠ,
কবিতারা পুড়ে খাক হয়
জ্বলে চুলা আর সিদ্ধ হয় ভাত,
আর আমার হৃদয়ে দ্রোহের আগুন জ্বলে
সে আগুনে আমি একাই পুড়ে ছাই।
২.
মধ্যজীবিরা একটু ত্যাগ স্বীকার করলেই, দেশের উন্নতি
অথচ আর কত ত্যাগ করলে তাকে ত্যাগ স্বীকার বলা হবে
মধ্যজীবি কেরানীর টাক মাথা চুলকায়-
অফিসের হিসেব মিলে
জীবনের হিসেব মিলেনা.........
@জিয়া চৌধুরী

No comments:

Post a Comment