Saturday 28 April 2012

বাঙ্গালী রমনী


জিয়া চৌধুরী
মরুর জোছনা দেখার সময় পাইনা
সময় পাইনা আরবি বালিকার গান শোনার
সকাল থেকে সন্ধা হয়ে গভীর রাত পর্যন্ত
অবিরত  ছুটি টাকার পিছনে।
শুনেছি মরুর জোছনা নাকি খুব সুন্দর
এখনো দেখিনি জোছনা মরুর বুকে।
আমার হৃদয় আজ খা খা মরুর মত
কোন এক বাঙ্গালী রমনীর কারণে।
আমি মরুর জোছনা দেখতে চাইনা
আমি চাই প্রেয়সীর বুকে মাথা রেখে ঘুমাতে
বাঙ্গালী রমনীর কোমল চাহনি
মরুর জোছনার চেয়েও বেশি টানে।

2 comments:

  1. জিয়া ভাই , আপনি কবিতা লেখেন তাইতো জানতাম না ।
    ভালো লেগেছে আপনার ছোট এই কবিতা।

    নিজের ব্লগ টি ভালোই সাজিয়েছেন।
    শুভকামনা আপনার জন্য।

    ReplyDelete