Wednesday, 31 October 2012

আমি কবি হতে চাইনি

.......................... জিয়া চৌধুরী

আমি কখনোই একজন কবি হতে চাইনি
টুপটাপ করে কবিতা লিখতেই পারিনা
সকালে বিকালে অজস্র কবিতা লিখে ষ্ট্যাটাস দেওয়ার মত
দু:সাহস টুকু ছিলোনা কোনদিন।
মনের তাগিদে মাঝে মাঝে দু এক লাইন যা লিখি
...
তাকে কোনমতেই কবিতা বলা চলেনা
এর পরেও মাঝে মাঝে এমন কাউকে পাই
যিনি হয়তো আমার অগৌচরেই আমার কবিতার পাঠক হয়ে রয়েছেন
কোন একদিন ফেসবুকের ইনবক্সে মেসেজ আসে
আমি আপনার কবিতার ভক্ত
আপনি তো ভালই লিখেন।
ভাই, আমি লিখলাম কই?
 আমি যা লিখি ছাইপাশ তা দিয়ে কবিতা হয়?
 তবুও যারা পাশে পাশে চলেছেন
শুধু তাদের জন্যই আমি লিখে যাব
পথ চলতে চলতে যখনই সময় পাই।

No comments:

Post a Comment

Pages (17)1234 Next