১। অন্তরের শুদ্ধতম সময়ের কথাটুকি শুনি
যতটুকু ভালবাসার ঠিক ততটুকুই ভালবাসি
আর ঘৃণাটুকুও জমা থাক, তোমার আমার পূর্নমিলনী দিনে
আমাদেরই ফেলে আসা স্মৃতিটুকু নিয়েই খানিকটা সময় কাটাব।
আমাদের অনাদরে বেড়ে ওঠা প্রেমটুকু প্রশ্নবিদ্ধ নাই বা হল'
আমাদের ভালবাসাটুকু সুখে থাক।
২। তুমি ভালবাস বলেই আমি কবিতা লিখি
তুমি ভালবাস বলেই আমি স্বপ্ন দেখি বেঁচে থাকার
তুমি ভালবাস বলেই আমি বিপ্লবী হয়ে উঠি
তুমি ভালবাস বলেই পৃথিবী মনে হয় একান্ত আমার
No comments:
Post a Comment