বসে বসে চিবুনোর জন্য
এক প্যাকেট বাদাম কিনে দিও-
জানি, কিছুক্ষন পরেই তুমি চলে আসবে।
যদি না আস তবে আরো এক প্যাকেট
ছাতিমের ছায়াতলে কিছুক্ষন জিরিয়ে নেব এই ফাঁকে।
তুমি যদি ঘন্টাদুয়েক পরে আস ত মোবাইলে
দরকারী কল গুলো সেরে নেব
তোমার সাথে কাটানোর জন্য
...
তুলে রাখা সময়টুকু অযথা নষ্ট হতে দেবনা।
যদি সন্ধ্যায় আস তো আগেই বলে যেও
ততক্ষনে আমার ল্যাপটপে দু একটা কবিতা হয়ে যাবে
তোমার সামনে দাড়িয়ে -
আমি দৃপ্ত স্বরের কবি হব।
যদি এক দিন পর আস, তো কি আর করা
আমি না হয় একটা দিন অপেক্ষাই করলাম, ক্ষতি কী?
যদি সপ্তাহ , মাস, বছর পরেও আস
তবে চিঠি দিও আকাশের ঠিকানায়
আমি চোখ বুজে পড়ে নেব সব কথা।
আর যদি একেবারে না আস
তবে বিষ দিয়ে যেও
তোমা ছাড়া জীবনের চেয়ে মৃতু্ই শ্রেয়।
জিয়া চৌধুরী---০৭-১১-১২, নাংগলমোড়া, হাটহাজারী, চট্টগ্রাম থেকে
যদি সন্ধ্যায় আস তো আগেই বলে যেও
ততক্ষনে আমার ল্যাপটপে দু একটা কবিতা হয়ে যাবে
তোমার সামনে দাড়িয়ে -
আমি দৃপ্ত স্বরের কবি হব।
যদি এক দিন পর আস, তো কি আর করা
আমি না হয় একটা দিন অপেক্ষাই করলাম, ক্ষতি কী?
যদি সপ্তাহ , মাস, বছর পরেও আস
তবে চিঠি দিও আকাশের ঠিকানায়
আমি চোখ বুজে পড়ে নেব সব কথা।
আর যদি একেবারে না আস
তবে বিষ দিয়ে যেও
তোমা ছাড়া জীবনের চেয়ে মৃতু্ই শ্রেয়।
জিয়া চৌধুরী---০৭-১১-১২, নাংগলমোড়া, হাটহাজারী, চট্টগ্রাম থেকে
No comments:
Post a Comment