Friday, 1 June 2018

শিকার

জিয়া চৌধুরী
===================

হয়তো কোন একদিন সংবাদ সম্মেলন ডাকা হবে,
সাংবাদিকরা বসে থাকবে যার যার চেয়ারে,
বিপরীত পাশে কিছু উর্দিপরা লোকের পাশে হাতকড়া সহ থাকব আমি।

এডভোকেট সমরের মত আমার হাতে ধরিয়ে দেয়া হবে ভয়ংকর অস্ত্র,

পত্রিকার শিরোনামে লেখা হবে দুধর্ষ সন্ত্রাসী গ্রেফতার।

অথবা বলা হবে ২০০০ ইয়াবা সহ আমি ধরা পড়েছি
শিরোনামে লেখা থাকবে বিশেষ অভিযানে আটক ইয়াবা ব্যবসায়ীদের সর্দার।

অথবা আমাকে জঙ্গী, জিহাদী বানিয়েও হাজির করা হতে পারে,
শিরোনাম হবে নাশকতার চেষ্টাকালে বিস্ফোরক সহ হাতে নাতে ধৃত।

অথবা নিরীহ একরামুলের মত ক্রসফায়ারেও পড়তে পারি,
শিরোনাম হব বন্দুকযুদ্ধে নিহত।

এই দেশে আমাকে যে কোন কিছুই বানিয়ে দেয়া তাদের কাছে ডালভাত, দু মিনিটের ব্যাপার।
কেবল আমি নই, যে কেহ, যে কোন সময়েই হতে পারি তাদের শিকার।

No comments:

Post a Comment

Pages (17)1234 Next