Friday, 26 November 2021

আজরাইলের হাঁসি

আর কতকাল পেরিয়ে গেলে পুর্ণ হবে মনের আশা?

আর কতটা প্রাণ নিলে মিটবে তোদের রক্তনেশা?


সড়ক কবে নিরাপদে চলার মত যোগ্য হবে?

আর কতজন অকাতরে গাড়ির তলে জীবন দেবে?


রাস্তাঘাটে নয়তো মানুষ, যেন গরু ছাগল চরে

ট্রাক বাসের ড্রাইভারেরা মনের সুখে মানুষ মারে।


সড়কগুলো সবকটিতে আজরাইলের অট্টহাসি,

রোম পুড়ে ছাই হয়ে যায়, নিরো কেবল বাজায় বাঁশি।


==========

জিয়া চৌধুরী

চট্টগ্রাম।

No comments:

Post a Comment

Pages (17)1234 Next