Monday, 6 December 2021

মাথায় পচন জনিত অপারেশন

 এই যে অশ্লীল বাক্যবোমা, আর শিশ্নের বাহাদুরি দেখানোর

প্রবল আকাঙ্ক্ষা, খোঁজ নিয়ে দেখ, 

তাদের সবার শিশ্নেই একই তাড়না। 

মস্তিস্ক জুড়ে বীর্যের ভান্ড নিয়ে ঘুরে বেড়ায়, 

আর রমন করে চলে স্টেটকে প্রতিদিন 

সামনে আর পেছন থেকে।


পায়ের আঙ্গুল থেকে শুরু হওয়া পচন  

পৌঁছে গিয়েছে ঠিক মাথা পর্যন্ত,

অনিবার্য হয়ে উঠেছে চুড়ান্ত ব্যবচ্ছেদ, ঘুমন্ত ডিপ স্টেট ডক্টর

কি জেগে উঠবে? অপারেশন টেবিলে ছুরি কাঁচি হাতে,

থিয়েটারের বাইরে উৎসুক ক্রোড় জনতা।

পুবে উঁকি দিচ্ছে নতুন প্রাত, দিগন্ত ছেঁয়ে আছে লালিমায়।

No comments:

Post a Comment