করোনাভাইরাস প্যানাডেমিক বিশ্ব ব্যবস্থাকে পুরোপুরি বদলে দেবে
মুল- হেনরি এ কিসিঞ্জার, অনুবাদ- জিয়া চৌধুরী।
নতুন যুগের প্রারম্ভে সবকিছু নতুনভাবে শুরু করার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে চাইলে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই তার নাগরিকদের এই রোগ থেকে রক্ষা করতে হবে।
কোভিড -১৯ মহামারীর এই পরাবাস্তব পরিবেশ আমাকে বালজের যুদ্ধের সময় ৮৪ তম পদাতিক বিভাগের একজন তরুন সৈনিক হিসেবে আমার সেই অনুভুতিকে মনে করিয়ে দিচ্ছে।
তখন, ১৯৪৪ সালের শেষের দিকে, সম্ভাব্য বিপদের তোয়াক্কা ছাড়াই, কোন নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট না করে, এলোপাথাড়ি ভাবে ক্রমাগত ধ্বংসযজ্ঞ চালানো হত।
Labels
- জিয়া চৌধুরী'র কবিতা (40)
- আড্ডাবাজি (11)
- তথ্য-প্রযুক্তি (8)
- গল্প-কবিতা (7)
- বাংলার পথে (5)
- জন্মযুদ্ধ (4)
- নিবন্ধ/অনুবাদ (3)
Thursday, 9 April 2020
Thursday, 2 April 2020
যুক্তরাজ্যে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে গিয়ে সর্বপ্রথম চার মুসলিম চিকিৎসক মৃত্যুবরণ করেছেন
যুক্তরাজ্যে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে গিয়ে সর্বপ্রথম চার মুসলিম চিকিৎসক মৃত্যুবরণ করেছেন
মূলঃ আইনা খান, অনুবাদঃ জিয়া চৌধুরী
নিহত চিকিৎসকদের পরিবার এবং রোগীরা এই চার চিকিৎসকের কথা কখনোই ভুলতে পারবেন না, যারা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে মরণপন লড়াই করছিলেন এবং একসময় নিজেরাই আক্রান্ত হয়ে পড়েন।
বাম দিক থেকে: আদিল আল তায়ার, আলফা সাআদু, হাবিব জায়েদী এবং আমজাদ আল-হাওরানী।
এই চারজন যুক্তরাজ্যের অত্যন্ত স্বনামধন্য চিকিৎসক ছিলেন যারা যুক্তরাজ্যে করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে সম্মুখসারীতে লড়াই করছিলেন এবং এই চারজন চিকিৎসকই করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে সর্বপ্রথম মৃত্যুবরণ করেন।
মূলঃ আইনা খান, অনুবাদঃ জিয়া চৌধুরী
নিহত চিকিৎসকদের পরিবার এবং রোগীরা এই চার চিকিৎসকের কথা কখনোই ভুলতে পারবেন না, যারা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে মরণপন লড়াই করছিলেন এবং একসময় নিজেরাই আক্রান্ত হয়ে পড়েন।
বাম দিক থেকে: আদিল আল তায়ার, আলফা সাআদু, হাবিব জায়েদী এবং আমজাদ আল-হাওরানী।
এই চারজন যুক্তরাজ্যের অত্যন্ত স্বনামধন্য চিকিৎসক ছিলেন যারা যুক্তরাজ্যে করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে সম্মুখসারীতে লড়াই করছিলেন এবং এই চারজন চিকিৎসকই করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে সর্বপ্রথম মৃত্যুবরণ করেন।
Friday, 1 June 2018
শিকার
জিয়া চৌধুরী
===================
হয়তো কোন একদিন সংবাদ সম্মেলন ডাকা হবে,
সাংবাদিকরা বসে থাকবে যার যার চেয়ারে,
বিপরীত পাশে কিছু উর্দিপরা লোকের পাশে হাতকড়া সহ থাকব আমি।
এডভোকেট সমরের মত আমার হাতে ধরিয়ে দেয়া হবে ভয়ংকর অস্ত্র,
===================
হয়তো কোন একদিন সংবাদ সম্মেলন ডাকা হবে,
সাংবাদিকরা বসে থাকবে যার যার চেয়ারে,
বিপরীত পাশে কিছু উর্দিপরা লোকের পাশে হাতকড়া সহ থাকব আমি।
এডভোকেট সমরের মত আমার হাতে ধরিয়ে দেয়া হবে ভয়ংকর অস্ত্র,
Saturday, 6 January 2018
আসুন জেনে নিই হালদায় বাস করা বিপন্ন প্রজাতির মিঠা পানির ডলফিন বা শুশুক সম্পর্কে
হালদা নদীতে আমরা যে শুশুকগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে এক ধরনের মিঠা পানির ডলফিন।
পৃথিবীতে আমাজন নদীতে থাকা ডলফিন ছাড়া আর সব মিঠা পানির ডলফিন (সাউথ ইন্ডিয়ান রিভার ডলফিন) ভারতীয় উপমহাদেশে বাস করে। উপমহাদেশে দুই প্রকার রিভার ডলফিন পাওয়া যায়। গাঙ্গেজ ডলফিন আর ইরাবতি ডলফিন। ১৯৭০ সাল পর্যন্ত এদের দুই প্রকারকেই একটা স্পিসিস হিসাবে দেখা হত। পরে বিজ্ঞানীরা এ দুটো প্রজাতিকে আলাদা করেন।
পৃথিবীতে আমাজন নদীতে থাকা ডলফিন ছাড়া আর সব মিঠা পানির ডলফিন (সাউথ ইন্ডিয়ান রিভার ডলফিন) ভারতীয় উপমহাদেশে বাস করে। উপমহাদেশে দুই প্রকার রিভার ডলফিন পাওয়া যায়। গাঙ্গেজ ডলফিন আর ইরাবতি ডলফিন। ১৯৭০ সাল পর্যন্ত এদের দুই প্রকারকেই একটা স্পিসিস হিসাবে দেখা হত। পরে বিজ্ঞানীরা এ দুটো প্রজাতিকে আলাদা করেন।
Friday, 5 January 2018
আমার উপরে হামলার চেষ্টা করতে পারেন, কিন্তু আমাকে দমাতে পারবেন না......... পিনাকী ভট্টাচার্য্য
পিনাকী ভট্টাচার্য্য |
Subscribe to:
Posts (Atom)