Friday, 26 November 2021

আজরাইলের হাঁসি

আর কতকাল পেরিয়ে গেলে পুর্ণ হবে মনের আশা?

আর কতটা প্রাণ নিলে মিটবে তোদের রক্তনেশা?


সড়ক কবে নিরাপদে চলার মত যোগ্য হবে?

আর কতজন অকাতরে গাড়ির তলে জীবন দেবে?


রাস্তাঘাটে নয়তো মানুষ, যেন গরু ছাগল চরে

ট্রাক বাসের ড্রাইভারেরা মনের সুখে মানুষ মারে।


সড়কগুলো সবকটিতে আজরাইলের অট্টহাসি,

রোম পুড়ে ছাই হয়ে যায়, নিরো কেবল বাজায় বাঁশি।


==========

জিয়া চৌধুরী

চট্টগ্রাম।

Saturday, 16 October 2021

পাই নেটওয়ার্ক – ভবিষ্যতের আরেকটি বিটকয়েন!

পাই নেটওয়ার্ক – ভবিষ্যতের আরেকটি বিটকয়েন!

স্মার্টফোনে ক্রিপ্টোকারেন্সি মাইনিং করা সব সময়ের জন্য অসম্ভব ছিল। যাহোক, পাই নেটওয়ার্ক চালু হওয়ার সাথে সাথে কন্সেপ্ট টা এখন বদলে গেছে। একমাত্র পাই নেটওয়ার্ক Pi network দ্বারাই সম্ভব স্মার্টফোনে ক্রিপ্টোকারেন্সি মাইনিং করা, যা একটি ফ্রী মাইনিং অ্যাপ স্মার্টফোনের জন্য।

পাই (Pi) কি?

পাই হচ্ছে একটি নতুন ক্রিপ্টোকারেন্সি যা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির পি.এইচ.ডি অর্জনকারী কিছু শিক্ষার্থীরা মিলে উদ্ভাবন করেছে। এই বিপ্লবী নতুন ক্রিপ্টোকারেন্সি বিশ্বে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এবং এটি আপনাকে ধনীও করতে পারে! এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প যার সাফল্য তার গ্রাহকদের সম্মিলিত অবদানের উপর নির্ভর করে।

ক্রিপ্টোকারেন্সিগুলোর মত এটিও ডিজিটাল অর্থের নতুন রূপ যা সরকার বা ব্যাংকগুলির পরিবর্তে নির্দিষ্ট একটি গ্রুপ দ্বারা নিয়ন্ত্রণ, রক্ষণ ও সুরক্ষিত থাকে। এই ক্রিপ্টোকারেন্সি সুরক্ষিত এবং এর নেটওয়ার্ক বাড়ানোর মাধ্যমে আপনিও পাই মাইনিং করতে পারবেন। ব্যবহারকারীরা ইতিমধ্যে তাদের বন্ধু এবং পরিবারের মধ্যে এর প্রসার ঘটাচ্ছে যার কারণে খুব অল্প সময়ে এটি বিশ্বে ১ কোটির ও বেশী ব্যবহারকারী সংগ্রহ করতে সক্ষম হয়েছে। 

এর আরেকটি কারণ হচ্ছে, বেশিরভাগ ক্রিপ্টোকারেন্সিগুলি (বিটকয়েনের মতো) প্রতিদিন মানুষের ব্যবহার এবং অ্যাক্সেসের জন্য কঠিন। যদিও পাই নেটওয়ার্ক একদম হাতের মুঠোয়।

এই অ্যাপটি কিভাবে কাজ করে? আমি কীভাবে বেশী পাই উপার্জন করবো?

প্রথমত, Google Play Store বা App Store থেকে Pi Network সার্চ করে বা https://minepi.com/nmziaul লিংকে গিয়ে ডাউনলোড করে নিন। তারপর Country>Bangladesh (+880) সিলেক্ট করে সাইন আপ করে নিন। পাসওয়ার্ড সেট করার পরে নাম দিতে বলবে। এক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্টের নাম ব্যবহার করতে হবে, যাদের Passport নেই তারা যে নামে Passport বানাবেন ঐ নাম ব্যবহার করবেন। 




Name এবং Username সেট করার পরে Invitation Code দিতে বলবে, সেক্ষেত্রে NMZIAUL এই কোড টি ব্যবহার করুন। 

এবার আসি মূল কথায়, এই অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ঘন্টায় একটি নির্দিষ্ট রেট অনুযায়ী কাজ করবে তা থেকে উপার্জন হবে। তবে যত বেশী ব্যবহারকারী সংগ্রহ করতে পারবেন তত বেশী বাড়তি রেটে উপার্জন করতে পারবেন। পাই উপার্জন করার জন্য প্রতি ২৪ ঘন্টা পর পর অ্যাপের লাইটনিং  বা বজ্রের মত বাটন টি চালু করে দিতে হবে। এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প বর্তমানে ১ কোটির ও বেশী ব্যবহারকারী নিয়ে মাইনিং অবস্থায় আছে। এই অ্যাপের ১০ কোটি ব্যবহারকারী হলে মাইনিং বন্ধ হয়ে যাবে এবং বাজারে USD/EUR/GBP উপর এর মান নির্ধারণ হবে।

Thursday, 9 September 2021

দ্বিধা - জিয়া চৌধুরী

 দ্বিধান্বিত হয়োনা হে যুবক

বরং সুচিন্তাশীল পরিপক্ষ মানুষ হয়ে উঠো।


আজকাল তোমাদের সিদ্ধান্তরা দ্রুতই পাল্টায়,

যেভাবে ছোট্ট বাবুরা প্রতিদিন

নতুন নতুন খেলনার জন্য বায়না ধরে।


তোমরা কি ছোট্ট বাবু হয়ে গেছ?


মেঘে মেঘে বেলা তো অনেক হল?

বয়সের বাতাসে চুলেও ধরেছে পাক।


তবুও তোমাদের গন্তব্য হয়নি স্থির

তবুও তোমরা দ্বিধাগ্রস্ত হচ্ছ বারবার।


তোমাদের দ্বিধা দেখে হাসি পায় আমার

তোমরা কী করে সবার কথা ভাব?

নিজেদের নিয়ে দ্বিধায় থাক সারাদিন

পরের ভাবনা ভাবার সময় কি আছে মোটেও।


হে যুবক, ঝেড়ে ফেল সকল দ্বিধা ভয়,

ঝেড়ে ফেল মাথার ভিতরের বিভ্রান্তির পোকাগুলো

লক্ষ্যে থাক অবিচল, শিনা টানটান

মায়াজাল পেরিয়ে সম্মুখপানে এগিয়ে চল।


===============

দ্বিধা


জিয়া চৌধুরী

চট্টগ্রাম

Saturday, 28 August 2021

"মাদাগাস্কার" জলবায়ু পরিবর্তনের কারণে দূর্ভিক্ষের শিকার!!

"মাদাগাস্কার" বিশ্বের প্রথম দেশ যেটি জলবায়ু পরিবর্তন জনিত কারণে দুর্ভিক্ষে পতিত হয়েছে। গত চার বছর ধরেই সেদেশে বৃষ্টিপাত হয়নি। সেখানকার হাজার হাজার মানুষ ইতিমধ্যে ক্ষুধা এবং খাদ্য নিরাপত্তাহীনতার কারণে ভয়াবহ খাদ্য বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। 


মাদাগাস্কার দেশটিতে নেমে এসেছে ভয়াবহ পরিবেশ বিপর্যয় 


আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত দ্বীপ দেশটিতে গত চার দশকের মধ্যে এমন খরা আর দেখা যায়নি। সেদেশের কৃষক সমাজ পুরোপুরি বিপর্যয়ে পতিত। 




বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সম্প্রতি সতর্ক করেছে যে, ১.১৪ মিলিয়ন মানুষ সেখানে খাদ্য-নিরাপত্তাহীন এবং ৪ লক্ষ মানুষ দুর্ভিক্ষে পতিত হয়েছে। বেঁচে থাকার জন্য তারা কাঁচা ক্যাকটাস, বুনো পাতা ও পোকামাকড় খাওয়া শুরু করেছে। 


পঙ্গপাল ধরে খাচ্ছে মাদাগাস্কারের লোকজন


মাদাগাস্কার বিশ্বের জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়। দায়ী উন্নত দেশগুলো যারা প্রান প্রকৃতি পরিবেশ ধ্বংস করে তথাকথিত উন্নয়ন ঘটাচ্ছে। তাদের এই পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডের প্রথম শিকার মাদাগাস্কার নামের দেশটি।




মাদাগাস্কারের এমন পরিণতি এটাই নির্দেশ করে, যে কোন মুহুর্তে যেকোন দেশ এমন বিপর্যয়ের শিকার হতে পারে। বাংলাদেশে এই বর্ষা মৌসুমের আগে আমরাও প্রায় ৬-৭ মাস বৃষ্টিপাত দেখিনি। মাদাগাস্কারের এই পরিনতি থেকে অন্য দেশগুলোকে শিক্ষা নিয়ে প্রাণ, প্রকৃতি, পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে।


জিয়া চৌধুরী 

ব্লগার ও অনলাইন একটিভিস্ট


Monday, 13 April 2020

প্লেগ, রাজনীতি এবং দ্বন্দ্ব: বহু শতাব্দী জুড়ে হজ্ব বন্ধের কারণ

মুলঃ মুস্তফা আবু সেনিন, অনুবাদঃ জিয়া চৌধুরী।

সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠার পর করোনাভাইরাসের কারণে প্রথমবারের মত মুসলমানদের পবিত্র হজ্ব পালন করতে দেখা যাবেনা। এর আগে অনেকবার নানা কারণে হজ্ব পালন বন্ধ রাখতে হয়েছিল, এবার ২০২০ সালটি হজ্ব বাতিলের সেই তালিকায় যুক্ত হতে চলেছে।

মুসলিমরা পবিত্র কাবা শরীফ তাওয়াফ করছে, ১৩ মার্চ তোলা ছবি। এএফপি।

সৌদি আরব সম্প্রতি এই বছরের পবিত্র হজ্ব বাতিল হতে পারে বলে ঘোষণা দিয়েছে এবং করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় হজ্বযাত্রীদের প্রস্তুতি এবং ভ্রমণ বুকিং স্থগিত করার অনুরোধ জানিয়েছে।

এবছর প্রায় দুই মিলিয়ন লোক পবিত্র হজ্ব পালন করতে সৌদিআরবের মক্কায় যাওয়ার কথা ছিল, যেটি এই বছর জুলাই মাসে শুরু হওয়ার কথা। তবে দেশটিতে ৪৪৬২ টি করোনাভাইরাস সনাক্তের ঘটনা এবং ৫৯ জন নিহত হওয়ার কারণে হজ্বপালন নিয়ে টানাপোড়েন দেখা দিয়েছে।

 বিশ্বের অন্যান্য দেশের মত সৌদি আরবও এই মহামারী রোধের জন্য লকডডাউন ও কারফিউ জারী করেছে এবং পবিত্র শহর মক্কা ও মদিনায় প্রবেশে কঠোরভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রিয়াদ ইতোমধ্যে ওমরাহ পালন স্থগিত করেছে।